কানাইঘাট নিউজ ডেস্ক:
রোজা অবস্থায় কেউ যদি ভুলে পানাহার করে; তবে তার করণীয় কী হবে? এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস পাওয়া যায়। যা তুলে ধরা হলো-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন। (বুখারি ও মুসলিম, মিশকাত)
এ হাদিস থেকে বুঝা যায়, রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা। কারণ ভুলে পানাহারে তার রোজার কোনো ক্ষতি হবে না। বরং যখনই রোজার কথা স্মরণ হবে সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে। মুখে খাবার থাকলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে। এবং কেউ যখন রোজা পালনকারীকে (ভুলবশত) পানাহার করতে দেখবে তখন তার উচিত রোজার কথা স্মরণ করিয়ে দেয়া।
আল্লাহ তাআলা রোজার দিনে সকল প্রকার ভুল ও পেরেশানি থেকে হিফাজত করুন। আমিন।
Friday, June 10
এ সম্পর্কিত আরও খবর
আলোকিত জীবন গড়ার মাস রমজান রমজান মাস সাধনার আগুনে খাঁটি হওয়ার সুবর্ণ সময়। পবিত্র রমজানে মুসলমানের জীবন-জীবিকার সর্বত্র স
রসিকতা বা ঠাট্টাচ্ছলেও মিথ্যা না বলা জরুরি কেন? একজন মুমিন মুসলমানের আবশ্যিক বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা; সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্র
দেশব্যাপী পলিথিনবিরোধী অভিযান শুরু ১ নভেম্বরকানাইঘাট নিউজ ডেস্ক:পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং
ইসলামি আইনে অন্যায়ভাবে হত্যার শাস্তি কানাইঘাট নিউজ ডেস্ক:ইসলামি আইন পৃথিবীতে মানুষকে নিরাপদে বেঁচে থাকার জন্য দিয়েছে পূর্ণ নিশ্চয়ত
২৩ অক্টোবরের মধ্যে হজ নিবন্ধন না করলে ভোগান্তির শঙ্কা ২৩ অক্টোবরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন সম্পন্ন না করলে মিনা ও আরাফার ময়দানে কাঙ্ক্ষিত জোনে তা
সারা বছরের রোজার সওয়াব পেতে করণীয় রমজানে পূর্ণ মাস ফরজ রোজা পালনের পর তার পরের মাস, অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। র
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়