Tuesday, May 3

সিলেট জেলা ছাত্রদল নেতা কাইয়ূম গ্রেফতার


সিলেট, মঙ্গলবার, ০৩ মে ২০১৬ :: সিলেট জেলা ছাত্রদল নেতা, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ূমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্বনাথ থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে বিশ্বনাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন কাইয়ূম। নির্বাচনী প্রচারণা থেকে ছাত্রদল নেতা আবদুল কাইয়ূমকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপি নেতা আবদুল আহাদ খান জামাল। তিনি কাইয়ূমের মুক্তিরও দাবি জানিয়ে বলেন- নির্বাচনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ভয়ভীতি ও আতঙ্ক ছড়াতে কাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাইয়ূমের মুক্তির দাবি জানান। এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই সিলেটভিউ২৪ডটকমকে জানান- সহিংসতার মামলায় ছাত্রদল নেতা কাইয়ূমকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়