Friday, May 27

শক্তিশালী রাউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স

শক্তিশালী রাউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স
কানাইঘাট নিউজ ডেস্ক: ওয়াই ফাই রাউটারের কর্মদক্ষতা উন্নত না হলে সরাসরি অনলাইন ভিডিও দেখতে সমস্যা হয়। তবে এ সমস্যার সমাধান করতে ডিলিংকের নতুন একটি আল্ট্রা ওয়াইফাই রাউটার বাজারে নিয়ে এলো দেশের প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। যা লাইভ স্ট্রিমিং এবং অনলাইন গেমিংয়ের জন্য উপযুক্ত। রাউটারটির মডেল ডিআইআর ৮৯০এল।

রাউটারটির নেটওয়ার্ক ব্যবহার করেই অনলাইন প্রিন্টিং এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হার্ডডিস্কে সংরক্ষণ করা যায়। উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণে এগিয়ে থাকা ডিলিংক ডিআইআর ৮৯০এল মডেলের এসি৩২০০ রাউটারটির মূল্য ২২ হাজার টাকা।

এই রাউটারটি এসি৩২০০ রাউটারটি তিনটি ব্যান্ডেই কাজ করে। এর নেটওয়ার্ক গতি প্রতি সেকেন্ডে ৩.২জিবি পর্যন্ত। এতে স্মার্ট বিম ফরমিং প্রযুক্তি থাকায় পুরু দেয়ালের সিগন্যাল বাধা জয় করে সহজেই।

চতুর্দিকে শক্তিশালী ইন্টার সংযোগ অটুট রাখতে উচ্চমান ৬টি এক্সটার্নাল অ্যান্টেনার পাশাপাশি রাউটারটিতে ৪টি গিগা ল্যান, ১টি গিগা ওয়্যান এবং ২টি ইউএসবি পোর্ট রয়েছে। এর ইউএসবি পোর্টের মাধ্যমে স্টোরেজ ডিভাইস ও প্রিন্টার সংযুক্ত করা যায় অনায়াসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়