Friday, May 27

কোরিয়ান এয়ারের ইঞ্জিনে আগুন, বেঁচে গেল তিনশ যাত্রী

কোরিয়ান এয়ারের ইঞ্জিনে আগুন, বেঁচে গেল তিনশ যাত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: শুক্রবার সকালে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজের এক পাশের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে বিবিসি সূত্রে জানা গেছে।

তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর উড়োজাহাজটির তিনশরও বেশি যাত্রী ও ক্রু-কে বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফ্লাইট ২৭০৮ হানেদা বিমানবন্দর থেকে সিউলের পথে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিতেছিল বলে জানিয়েছে বিমানবন্দরের কর্মকর্তারা।

রানওয়েতে থাকা বোয়িংয়ের ৭৭৭ উড়োজাহাজটির ওই ইঞ্জিনটিতে ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের দমকল কর্মীরা। এ ঘটনায় অাতঙ্কিত হয়ে জাপানের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম ৩০ জন যাত্রীর অসুস্থবোধ করার কথা জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়