নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার সালিশ বিচারে যাবার পথে পথিমধ্যে প্রতিপক্ষের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আ’লীগ নেতা দুদু মিয়ার হত্যাকারী ও মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন। মঙ্গলবার তিনি ইউপি সদস্য দুদু মিয়ার হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে বলেন, ইতিমধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত মামলার ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের ষাড়াসী অভিযান চলছে। হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে এলাকার নারী পুরুষ পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তাকে বলেন, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে এলাকার অত্যন্ত জনপ্রিয় ইউপি সদস্য আ’লীগ নেতা দুদু মিয়াকে প্রতিপক্ষ লোকজন হত্যা করেছে। এ হত্যাকান্ডের খুনীদের ফাঁসির দাবী তারা জানান। এদিকে নিহত দুদু মিয়ার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আগামীকাল বুধবার বিকেল ২টায় নিহত এ আ’লীগ নেতার জানাজার নামায তার নিজ গ্রাম কুওরঘড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়