কানাইঘাট নিউজ ডেস্ক:
হিউম্যানস অব বোম্বে ফেসবুক পেজে গত রবিবারের প্রকাশিত একটি পোস্ট নজর কাড়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র। ঘটনাটি ছিল সত্যি নজরকাড়ার মতোই। মানবতার জন্য এমন লড়াকু আত্মত্যাগে চোখ আটকে যায় আমাদেরও, ঢাকাটাইমসের পাঠকদের জন্য এনডিটিভি অবলম্বনে ঘটনাটি হুবহু তুলে ধরা হলো-
‘আমার বয়স ৭৪ বছর, ১১টি ভাষায় কথা বলতে পারি। আমার সন্তানরা বেসরকারি ইক্যুইটি ফার্মে চাকরি করে। এছাড়াও আমি একজন প্রকৌশলী’- ফেসবুকে এভাবেই নিজের পরিচয় তুলে ধরলেন মুম্বাইয়ের এক বাসিন্দা।
সেই পোস্টে তিনি বলেন, ‘আমার স্ত্রীর গর্ভপাত হয়েছিল, হঠাৎ একরাতে তার খুব ব্যথা হয়। সেই রাতে আমার স্ত্রীকে হাসপাতালে নেয়ার জন্য কোনো ট্যাক্সি দাঁড়ায়নি। যা আমাকে খুবই হতাশ করে।’
এ ঘটনায় হতাশ হয়ে প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর মাসিক বেতন ছিল ৬৫ হাজার রূপি। ট্যাক্সিচালক হিসেবে তাঁর মাসিক আয় হয় মাত্র ১০ হাজার রূপি। কিন্তু অর্থ উপার্জন নয়, আমার লক্ষ্য দিনের যেকোন সময়ে মানুষকে সেবা দেয়া।
তিনি বলেন, যারা আমার ট্যাক্সিতে চড়তো, তাদেরকে আমার কার্ড দেয়া হত। এরপর যেকোন সময়ে তাঁরা বিপদে পড়েছে এবং আমাকে ডেকেছে, আমি হাজির হয়েছি।
২০০৫ সালের ২৬ জুলাইয়ে ঘটে যাওয়া প্রলংকারী বন্যা কিংবা ২৬/১১ হামলা যাই হোক না কেন? সবসময়েই প্রয়োজনে পাশে থেকেছে এই ট্যাক্সিচালক। যা স্বাচ্ছন্দ্যে এবং নিজেকে আনন্দ দিতেই করে থাকেন তিনি, এমনইটি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এও বলেন, নিজেকে একজন ট্যাক্সিচালক হিসেবে পরিচয় দিতে মোটেও দ্বিধাবোধ করেন না।
Wednesday, February 10
এ সম্পর্কিত আরও খবর
কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক ::পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে
ঝটপট বানিয়ে নিন প্রাণ জুড়ানো পাকা আমের লাচ্ছি চলছে পাকা আমের মৌসুম। সুমিষ্ট ও রসালো আম খেয়ে প্রাণ জুড়াচ্ছেন সবাই। পাকা আম দিয়ে তৈরি করা যায়
১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা আজ শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ● ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ● ২৮ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়
২২ মার্চ কানাইঘাটকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যা
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
ইন্টারনেটে ধীরগতির সমস্যা দূর করবেন যেভাবে মোবাইলে ইন্টারনেটে সমস্যা? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের ঝ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়