Wednesday, February 10

প্রকৌশলীর চাকরি ছেড়ে ট্যাক্সিচালক!


কানাইঘাট নিউজ ডেস্ক: হিউম্যানস অব বোম্বে ফেসবুক পেজে গত রবিবারের প্রকাশিত একটি পোস্ট নজর কাড়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র। ঘটনাটি ছিল সত্যি নজরকাড়ার মতোই। মানবতার জন্য এমন লড়াকু আত্মত্যাগে চোখ আটকে যায় আমাদেরও, ঢাকাটাইমসের পাঠকদের জন্য এনডিটিভি অবলম্বনে ঘটনাটি হুবহু তুলে ধরা হলো- ‘আমার বয়স ৭৪ বছর, ১১টি ভাষায় কথা বলতে পারি। আমার সন্তানরা বেসরকারি ইক্যুইটি ফার্মে চাকরি করে। এছাড়াও আমি একজন প্রকৌশলী’- ফেসবুকে এভাবেই নিজের পরিচয় তুলে ধরলেন মুম্বাইয়ের এক বাসিন্দা। সেই পোস্টে তিনি বলেন, ‘আমার স্ত্রীর গর্ভপাত হয়েছিল, হঠাৎ একরাতে তার খুব ব্যথা হয়। সেই রাতে আমার স্ত্রীকে হাসপাতালে নেয়ার জন্য কোনো ট্যাক্সি দাঁড়ায়নি। যা আমাকে খুবই হতাশ করে।’ এ ঘটনায় হতাশ হয়ে প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর মাসিক বেতন ছিল ৬৫ হাজার রূপি। ট্যাক্সিচালক হিসেবে তাঁর মাসিক আয় হয় মাত্র ১০ হাজার রূপি। কিন্তু অর্থ উপার্জন নয়, আমার লক্ষ্য দিনের যেকোন সময়ে মানুষকে সেবা দেয়া। তিনি বলেন, যারা আমার ট্যাক্সিতে চড়তো, তাদেরকে আমার কার্ড দেয়া হত। এরপর যেকোন সময়ে তাঁরা বিপদে পড়েছে এবং আমাকে ডেকেছে, আমি হাজির হয়েছি। ২০০৫ সালের ২৬ জুলাইয়ে ঘটে যাওয়া প্রলংকারী বন্যা কিংবা ২৬/১১ হামলা যাই হোক না কেন? সবসময়েই প্রয়োজনে পাশে থেকেছে এই ট্যাক্সিচালক। যা স্বাচ্ছন্দ্যে এবং নিজেকে আনন্দ দিতেই করে থাকেন তিনি, এমনইটি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এও বলেন, নিজেকে একজন ট্যাক্সিচালক হিসেবে পরিচয় দিতে মোটেও দ্বিধাবোধ করেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়