কানাইঘাট নিউজ ডেস্ক: বুধবার ভোর
৪টে থেকে বেলা ১২টা পর্যন্ত সেই হাতিকে কব্জা করতে হিমশিম খেয়েছে ভারতের বন
দফতর। কারণ, শয়ে-শয়ে কৌতূহলী ও অত্যুৎসাহী তাকে চার দিক থেকে প্রায়
তাড়িয়ে বেড়ানোয় সে উদভ্রান্ত হয়ে পড়ে।
গোড়ায় শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা এবং পরে ঢিল-ইটের টুকরো পিঠে পড়ায় শহরের বাণিজ্যিক এলাকা সেবক রোডে ঢুকে পড়ে সে। তাড়ায় ছুটতে গিয়ে একটি সিনেমা হলের পাশে বাইকের গুদামে ঢুকে পড়ে হাতিটি।
তিন বার ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। পরে বশে এনে ট্রাকে তুলতে আরও প্রায় চল্লিশ মিনিট লেগে যায়। দু’টি ক্রেন নিয়ে গিয়ে হাতিটির পায়ে শিকল পরিয়ে, তাকে বেল্ট বেঁধে ট্রাকে তুলতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে।
গোড়ায় শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা এবং পরে ঢিল-ইটের টুকরো পিঠে পড়ায় শহরের বাণিজ্যিক এলাকা সেবক রোডে ঢুকে পড়ে সে। তাড়ায় ছুটতে গিয়ে একটি সিনেমা হলের পাশে বাইকের গুদামে ঢুকে পড়ে হাতিটি।
তিন বার ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। পরে বশে এনে ট্রাকে তুলতে আরও প্রায় চল্লিশ মিনিট লেগে যায়। দু’টি ক্রেন নিয়ে গিয়ে হাতিটির পায়ে শিকল পরিয়ে, তাকে বেল্ট বেঁধে ট্রাকে তুলতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়