Wednesday, February 10

চুরির দায়ে বানরের হাত-পা বেঁধে শাস্তি

চুরির দায়ে বানরের হাত-পা বেঁধে শাস্তি

কানাইঘাট নিউজ ডেস্ক: চুরির দায়ে চোরকে শাস্তিস্বরূপ দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখার ঘটনা বিরল কিছু নয়। কিন্তু তাই বলে চোর বানর আর চুরির শাস্তি হিসাবে তাকে একই দণ্ড দেয়া। এ রকম ঘটনা ঘটলে তো একটু অবাক হতেই হয়! বিরল এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে একটি কলোনীতে।

ভারতে অধিকাংশ হিন্দু বানরকে পূজা করে। অথচ বাসা-বাড়ি থেকে খাবার চুরির অপরাধে সেই বানরকেই কিনা দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখলো ক্ষুব্ধ এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, গত ৬ মাস ধরে বানরটি খুব অত্যাচার করছে। দিনের পর দিন বানরটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সবাই। বাসা-বাড়ি থেকে খাবার চুরি করা তার প্রতিদিনের পেশা। কোনো ভাবেই বানরের অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যাচ্ছিল না।

শুধু তাই নয়, কলোনির একটি বালিশের দোকানের বালিশগুলো প্রায় ছিঁড়ে ফেলছিল দুষ্টু বানর। বানরের অত্যাচারের কথা স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। কিন্তু কোনভাবেই বানরের অনিষ্ট থেকে রক্ষা পাচ্ছিলেন না কলোনিবাসী।

তাই কোনো উপায় না পেয়ে বানর শিকারীর দারস্থ হয় কলোনিবাসী। গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে ফাঁদ পেতে বানরটিকে আটক করে তারা। এরপর মানুষের মতো করে বেধে রাখা হয় বানরটিকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়