Thursday, December 31

কানাইঘাটে মেয়র পদে কে কত ভোট পেলেন!


নিজস্ব প্রতিবেদক: দলীয় প্রতীকে প্রথম বারের মতো স্থানীয় নির্বাচনে কানাইঘাট পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান (নারিকেল গাছ) প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে উপজেলা রিটার্নিং অফিসার মোঃ খালেদুর রহমান নিজাম উদ্দিন আল মিজানকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের লুৎফুর রহমান (নৌকা প্রতীকে) পেয়েছেন ২ হাজার ৮শত ৯১ ভোট। এছাড়া মেয়র পদে জামায়াত নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী ওলিউল্লাহ (মোবাইল ফোন) ২১৭৮, স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন (জগ) ১৫৫৮, বিএনপি সমর্থিত রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) ১১৩৭, জাপা সমর্থিত বাবুল আহমদ (লাঙ্গল) ৩৭৬, খেলাফত মজলিশ সমর্থিত ইসলাম উদ্দিন (রিক্সা) ৫৬০, জাসদ সমর্থিত তাজ উদ্দিন (মশাল) ৫৭ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়