কানাইঘাট নিউজ ডেস্ক:
বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক সাময়িকী ‘ফরেন পলিসি’ করা বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এছাড়া ‘সিদ্ধান্ত প্রণেতা’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ জন চিন্তাবিদের একজন হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তিনি।
ওয়াশিংটনভিত্তিক সাময়িকীটি বুধবার বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের এ তালিকা প্রকাশ করে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে তুলে ধরার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় একজন চিন্তাবিদ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর এই ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আরও যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমীনাহ গুরিব।
প্রতি বছরই ফরেন পলিসি সাময়িকী তাদের বার্ষিক সংখ্যায় ‘হান্ড্রেড লিডিং গ্লোবাল লিডার্স’ বা ‘বিশ্বের শীর্ষ ১০০ নেতা’ শিরোনামে বিশ্বের প্রসিদ্ধ চিন্তাশীল নেতাদের স্বীকৃতি দেয়। ২০০৯ সালে প্রথমবারের মতো এ তালিকা প্রকাশের পর থেকেই এটি ‘ফরেন পলিসি’ সাময়িকীর অন্যতম আলোচিত ফিচার।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সুচি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ তালিকায় স্থান পেয়েছিলেন।
Wednesday, December 2
এ সম্পর্কিত আরও খবর
৩২ বছর পর্যন্ত যতবার সম্ভব ততবার বিসিএস দেওয়া যাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বিসিএস পরীক্ষায় একজন চাকরিপ্রার্থী সর্ব
হজে গিয়ে মারা গেলে করণীয় কী? ছবি: অন্তর্জালইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের চতুর্থ রোকন হলো হজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্ল
বাঘিনীদের কাছে বাংলাওয়াশ আয়ারল্যান্ড বোলারদের দারুণ পারফরম্যান্সের পর শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ব্যাটিং দৃঢ়তায় আয়ার
পণ্য পরিবহনে ওসমানী বিমানবন্দরে খুলছে নতুন দুয়ার কানাইঘাট নিউজ ডেস্ক:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান বলেছেন,
সারা বছরের রোজার সওয়াব পেতে করণীয় রমজানে পূর্ণ মাস ফরজ রোজা পালনের পর তার পরের মাস, অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। র
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়