Thursday, September 3

কানাইঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া কানাইঘাট পৌর শহর এবং কানাইঘাট-দরবস্ত সড়কের নিচুঁ স্থান থেকে নেমে গেলেও উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এখনও শত শত মানুষ পানিবন্দি রয়েছেন। উপজেলা জুড়ে বন্যার পানিতে বিস্তীর্ণ আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। শত শত হেক্টর ফসলী জমি বিনষ্ট হওয়ার পথে। এতে করে কৃষকের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে। বন্যার পানি ধীর গতিতে কমার কারনে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনও অসংখ্য মানুষ বাড়ী ঘর ছাড়া। বন্যার পানিতে তলিয়ে যাওয়া গ্রামীন রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সরকারী ভাবে বন্যা দুর্গতদের মাঝে অদ্যবধি পর্যন্ত সরকারী ভাবে কোন ত্রান সামগ্রী বরাদ্ধ দেওয়া হয় নি। কানাইঘাটকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবী জানিয়েছেন উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়