Thursday, September 3

কানাইঘাটে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকাল ২টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সমাবেশ আনুষ্টিত হয়েছে। বন্যার পানি অতিক্রম করেও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নেতাকর্মী প্রতিষ্টাবার্ষিকী আনুষ্টানে যোগদান করেন। উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল বাশারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরীফুল হক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহসভাপতি মখলিছুর রহমান, ডঃ আবু শহিদ সিকদার, কুতুব উদ্দিন সিকদার, আব্দুল মতিন সিকদার, যুন্মসম্পাদক কামাল উদ্দিন, কামাল উদ্দিন মেম্বার, সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, প্রচার সম্পাদক বখতিয়ার চৌঃ, সহদপ্তর সম্পাদক শফিকুর রহমান মেনন, পৌর বিএনপির সহসভাপতি হাজী আবুল বশর, সহসাংগঠনিক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জালাল আহমদ জনি, কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমিনূল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম আমিন, মুশফিক হাসান কবির, কলেজ ছাত্রদল সভাপতি তাজুল ইসলাম, সাহেদ আহমদ, কাওসার আহমদ, শাহআলম, তাজরিয়ান আহমদ রিয়াজ, আব্দুল কাদির, পাভেল আহমদ প্রমুখ। প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে বক্তারা সরকারকে ইঙ্গিত করে বলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে যে, প্রতিশ্রতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রতি অনুযায়ী সরকারকে দ্রত গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যেগ নেওয়ার আহবান জানান তারা। বক্তারা আরো বলেন ৫জানুয়ারীর পূর্বে নিবার্চনের ব্যবস্থা না করলে সরকারের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে হুশিয়ারী উচ্চারন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়