Saturday, August 8

কানাইঘাটে সরকারী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত স্বতস্ফুর্ত ভাবে ছাত্রছাত্রীরা অত্যান্ত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ লাইনে দাড়িয়ে গণতান্ত্রিক ভাবে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করেন। স্কুলের ৬৪৪ জন শিক্ষার্থীর মধ্যে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৫৪০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ৮টি পদের বিপরীতে মোট ১৫ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন দশম শ্রেণির শিক্ষার্থী গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ৩৬৪), নবম শ্রেণির সুলতান আহমদ (৩৬০), সপ্তম শ্রেণির আব্দুল্লাহ সাফওয়ান (৩৩৪), অষ্টম শ্রেণির এহসানুল মাহবুব (২৫৮), নবম শ্রেণির নওরীন সুলতানা (২৭৯), অষ্টম শ্রেণির মাহফুজুল ইসলাম সুফিয়ান (২৭০), দশম শ্রেণির পর্ণ দাস জয়া (২৬২), ষষ্ট শ্রেণির শহীদুন নবী (২৬২) ভোট পেয়ে বিজয়ী হন। এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে দশম শ্রেণির ছাত্র কায়েফ আহমদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নবম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, অষ্টম শ্রেণির ছাত্র সুফিয়ান আহমদ আলভী। পুরো স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে পর্যবেক্ষণ করেন স্কুলের শিক্ষকবৃন্দ। স্কুলের শিক্ষার্থীরা কানাইঘাট নিউজকে জানিয়েছেন, প্রথমবারের মতো লাইনে দাড়িয়ে ভোট দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এর মধ্য দিয়ে লেখাপড়ার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবা মূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়