Sunday, August 31

কানাইঘাটের আজমল আটদিন ধরে নিখোঁজ,থানায় জিডি


কানাইঘাট নিউজ ডেস্ক :

টদিন ধরে নিখোঁজ কানাইঘাটের আজমল হোসেন (৩৫)। তার তাকে খুঁজছেন পরিবারের সদস্যরা। তার মা কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রিও (নং ১৪৪৫/২৯/০৮/২৪) করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) তিনি কানাইঘাট থানায় জিডিটি দায়ের করেন। আজমল হোসেন কানাইঘাট উপজেলার পূর্ব দিঘীরপাড় ইউনিয়নের নয়াগ্রামের এবাদুর রহমানের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, সুস্থ স্বাভাবিক আজমল গত ২২ আগস্ট নয়াগ্রাম থেকে সড়কের বাজার গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ।

সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর করা হয়েছে। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও ওজন প্রায় ৫৫ কেজি।

এদিকে আজমলের ভ্রাতৃবধূ জানান, তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। তার স্ত্রী এবং দুইটি শিশুপূত্র রয়েছে।

তিনি হঠাৎ নিখোঁজ হওয়ায় তার মা স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।জিডির বিষয়টি স্বীকার করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া এসআই দূর্গা কুমার দেব। তিনি জানান, আমরা খোঁজ করছি। এখনো তেমন কোনো সুখবর নেই। তবে তার মোবাইলটি সড়কের বাজার এলাকাতেই বন্ধ হয়েছিল- এটুকু জানা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করছি।

তার সন্ধান পেলে ০১৭১২৬৮৫৬১৫, ০১৭৮১১৫০৩৯৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়