Sunday, August 9

কানাইঘাটে এইচএসসির ফলাফলে সন্তুষ্ট নয় অভিভাবক-শিক্ষার্থীরা!পুরো উপজেলায় মাত্র ২টি জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটের কানাইঘাট উপজেলার কলেজগুলোর সার্বিক ফলাফলে অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্ট নয়। পুরো উপজেলায় মাত্র দুই জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যিক শাখায় মোট ৩৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ২৯৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া কানাইঘাট মহিলা কলেজ থেকে ৭২জন শিক্ষার্থী অশংগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৫৬জন, রাজাগঞ্জ শিকদার কলেজ থেকে ৭৪ জনের মধ্যে ৬৬ জন, গাছবাড়ী আইডিয়্যাল কলেজ থেকে ১৫৮ জনের মধ্যে ১২৮জন, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে ২৬জনের মধ্যে ০৮ জন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ থেকে ৩৬জনের মধ্যে ২৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়