Sunday, August 9

কানাইঘাটে নিশাত হত্যা !আরো এক আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ওসমান গণি নিশাত (১৮) হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত এক আসামীকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি নিশাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানায় সেকেন্ড অফিসার এস.আই মোঃ জসীম উদ্দিন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় নিশাত হত্যাকান্ডের সাথে জড়িত কানাইঘাট বড়চতুল ইউপির দুর্গাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র ফখরুল ইসলাম @ বকুল (৪০) কে গত শনিবার দিবাগত রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক ফখরুল ইসলাম বকুলকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসীম উদ্দিন ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ওসমান গণি নিশাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে সে এবং উক্ত মামলার এজাহার ভুক্ত অন্যান্য আসামীরা ওসমানী গণি নিশাতকে ৩০জুন রাতের বেলা স্থানীয় চতুল বাজার থেকে কলে কৌশলে নিয়ে দুর্গাপুর স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ীর পুকুর ঘাটে নিয়ে জবাই করে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যা করে লাশ পার্শ্ববর্তী একটি ক্ষেতের জমিতে কেয়াবনে ফেলে দেয়। তুচ্ছ ঘটনা নিয়ে এ নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসীম উদ্দিন কানাইঘাট নিউজকে জানিয়েছেন। স্থানীয় লোকজন জানান, ফখরুল ইসলাম বকুল এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। প্রসজ্ঞত যে, গত ৩০ জুন কানাইঘাট চতুল বাজারের ব্যবসায়ী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির পশ্চিম লক্ষীপ্রসাদ গ্রামের মন্তাজ আলী ময়নার পুত্র কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ওসমান গণি নিশাতকে চতুল বাজার থেকে দুর্বৃত্তরা তুলে নিয়ে ঐদিন গভীর রাতে তাকে অত্যন্ত পৈশাচিক কায়দায় জবাই করে নির্মম ভাবে হত্যা করে। হত্যাকান্ডের ২দিন পর তার ক্ষতবিক্ষত লাশ কানাইঘাট থানা পুলিশ দুর্গাপুর স্কুল এন্ড কলেজে পার্শ্ববর্তী ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে বর্তমানে গ্রেফতারকৃত ফখরুল ইসলাম @ বকুল সহ ৬ আসামী জেল হাজতে রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়