Thursday, August 27

কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন- প্রণয়নে কাজ শুরু


ঢাকা: কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গঠনের লক্ষ্যে ‘কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫’ প্রণয়নে কাজ শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের কাজ শুরু করার নির্দেশ দেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এ আইনের খসড়া নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সাবেক পরিচালক ডা. মাখদুমা নার্গিসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ‘কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫’ এর কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্যে, পরিচালনা বোর্ড গঠনসহ বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও কার্যক্রম যেন বন্ধ না হয়, সেজন্য জাতীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরণ এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা একটি ট্রাস্ট ফান্ড গঠন করব। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এক হুকুমে কেউ যেন বন্ধ করতে না পারে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়