ঢাকা: কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গঠনের লক্ষ্যে ‘কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫’ প্রণয়নে কাজ শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের কাজ শুরু করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এ আইনের খসড়া নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সাবেক পরিচালক ডা. মাখদুমা নার্গিসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ‘কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫’ এর কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্যে, পরিচালনা বোর্ড গঠনসহ বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও কার্যক্রম যেন বন্ধ না হয়, সেজন্য জাতীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরণ এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা একটি ট্রাস্ট ফান্ড গঠন করব। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এক হুকুমে কেউ যেন বন্ধ করতে না পারে।’
Thursday, August 27
এ সম্পর্কিত আরও খবর
ভেষজ ফল পাকা পেঁপের বীজ সুস্থ রাখে কিডনি, দ্রুত ওজনও কমে ভেষজ ফল পাকা পেঁপে বহু রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। স্বাস্থ্যকর খাবা
হঠাৎ কেন বাড়ল ওষুধের দাম * নিয়ম মানে না বেশিরভাগ কোম্পানি* কাঁচামাল ও ডলারের দাম বৃদ্ধির অজুহাত* ছোট দেশ থেকে কাঁচামাল
সাইনাস ও মাইগ্রেনের ব্যথার যম পুদিনার চা! হটায় মুখের দুর্গন্ধ চা খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজতে গেলে আতশকাচ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে। কাজের ক্লা
আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়