Thursday, August 27

কাজী জাফরের মরদেহে খালেদার শ্রদ্ধা


ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের লাশ দেখতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে কাজী জাফরের বাসভবনে গিয়ে মরদেহে শ্রদ্ধা জানান তিনি। এর আগে সন্ধ্যা ৭টায় ইউনাইটেড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে গুলশান ২ নম্বর সেক্টরের ৬৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে নিয়ে যাওয়া হয় কাজী জাফর আহমেদের মরদেহ। কাজী জাফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানানোর পর মরহুমের পরিবারের স্বজনদের সান্ত্বনা দেন বিএনপি চেয়ারপারসন। তিনি সেখানে তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসারত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব টেলিফোনে কাজী জাফর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত গুলশান বাসভবনেই থাকবে কাজী জাফর আহমেদের মরদেহ। এ সময়ের মধ্যে মরহুমের আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। সঙ্গে সঙ্গে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়