Thursday, July 30

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আনসার বিডিপি কমান্ডার গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির আনসার বিডিপি কমান্ডার স্থানীয় পূর্ব লক্ষীপুর গ্রামের মোঃ জালাল উদ্দিন (৬০) ও তার পূত্র নজরুল ইসলাম (২০), রুহুল ইসলাম (২৪)। এ ঘটনায় আহত আনসার বিডিপি কমান্ডার জালাল উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় প্রতিবেশি একই গ্রামের তফজ্জুল আলীর পুত্র আব্দুল মতিন সহ ৪ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার সকাল অনুমান ৬টার দিকে আনসার বিডিপি কমান্ডার মোঃ জালাল উদ্দিন বাড়ীর পাশে সুরমা নদীর চরে ধানক্ষেতের মাঠে গেলে একই গ্রামের আব্দুল মতিন, মস্তাক আহমদ, রিয়াজ আহমদ গংরা দেশীয় অশসস্ত্রে সজ্জিত হয়ে জালাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের একাধিক স্থানে রক্তাক্ত জখম করে। জালাল উদ্দিনকে হামলাকারীদের কবল থেকে রক্ষা করতে এগিয়ে আসলে তার পুত্র নজরুল ইসলাম ও নুরুল ইসলামও আহত হন। গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আহত আনসার বিডিপির কমান্ডার জালাল উদ্দিনকে হাসপাতালে দেখতে যান উপজেলা আনসার বিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা আনসার বিডিপির কমান্ডার ইসলাম উদ্দিন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, যুবলীগ নেতা হারিছ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের আনসার বিডিপির কমান্ডারগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ঘটনায় অবিলম্বে এলাকার চিহ্নিত অপরাধী হামলার নেতৃত্বদানকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়