কানাইঘাট নিউজ ডেস্ক:
নির্ধারিত ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে মন্ত্রীদের জন্য আবাসন সংকট। বর্তমান সরকারের মন্ত্রিসভার আকার বড় হওয়ায় ও বরাদ্দকৃত বাড়িগুলো পুরাতন হয়ে যাওয়ায় রক্ষণাবেক্ষণে বেশি ব্যয় এ সংকটকে আরও প্রকট করে তুলেছে।
বর্তমান সংকট নিরসনে নগরীর বেইলী রোডে মোট ৪০টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রীদের জন্য আবাসন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। জুলাই ২০১৫ থেকে জুন ২০১৮ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদফতর।
প্রথম ধাপে একটি ১৫ তলা ভবনে মোট ২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে করে একই ছাদের নিচে আসবেন ২৮ মন্ত্রী। পরবর্তী ধাপে আরও একটি ভবনে ১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের উপ-প্রধান জালাল আহমেদ বলেন, সামরিক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রীদের জন্য নির্ধারিত কিছু ফ্ল্যাট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সুপ্রিমকোর্ট/হাইকোর্টের বিচারপতিদের বরাদ্দ দেয়া হয়। ফলে মন্ত্রীদের জন্য আবাসন সংকট দেখা দিয়েছে। এ লক্ষ্যে একশ’ কোটি দুই লাখ টাকা ব্যয়ে প্রথম ধাপে ২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে আরও ১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, ফ্ল্যাট সংলগ্নে এ্যাপ্রোচ রোড নির্মাণ করা হবে। সীমানা প্রাচীর, ফায়ার এক্সটিংগুইশার, গ্যাস সংযোগ, পানি সরবরাহ, বিদ্যুতায়ন এবং চারটি গাড়ি কেনা হবে।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রকল্প নির্মাণ এলাকায় ভূমিকম্প ও মাটির পর্যাপ্ত ভার বহন ক্ষমতা যাচাই করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভবনের নকশা প্রণয়ন করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের জন্য বছরভিত্তিক বরাদ্দও রাখা হয়েছে। প্রকল্পের ব্যয়ের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ৩৩ কোটি ৭৫ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪৩ কোটি ৮৯ লাখ এবং ২০১৭-১৮ অর্থবছরে ২২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে একশ’ কোটি দুই লাখ টাকা।
-----বিডিলাইভ.ডট কম
Thursday, June 11
এ সম্পর্কিত আরও খবর
ট্যাক্স জিডিপি’র অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আ
ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়বেন ঘূর্ণিঝড়, ঝড়ো বাতাসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
এনটিআরসির সামনে মহাসমাবেশ করবে ১৮তম নিবন্ধন পরীক্ষার চাকরি প্রত্যাশীরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ফলাফল পুনঃনিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার
পৃথিবীর সবচেয়ে বয়ষ্ক পুরুষ শ্রীমঙ্গলের রাম সিং!কানাইঘাট নিউজ ডেস্ক:গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে প্রবীণ পুরুষ মানুষের বয়স ১১১ বছর। আর
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়