কানাইঘাট নিউজ ডেস্ক:
যে কোনো সম্পর্কের প্রথম শর্ত নাকি বিশ্বাস, আর কারো প্রতি একবার বিশ্বাস এসে গেলো সবই দিয়ে দেয়া যায়। নেয়া যায় কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্তও। আর সেটা যদি হয় মানুষ আর পশুর মধ্যে! তাহলে ভাবুন তো বিষয়টি। তাও আবার যেনো-তেনো পশু নয়, একেবারে রয়েল বেঙ্গল টাইগার!
হ্যাঁ, মানুষ শখ করে অনেক পশু-পাখিকে বশে আনার চেষ্টা করে। তবে মাংসখেকো ও হিংস্র টাইগারকে বশে আনার কথা কেউ ভাববে এটা বড়ই দুরহ বিষয়। আর এ কাজটি করে সারাবিশ্বকে দেখিয়ে দিলেন ব্রাজিলের একটি পরিবার। তাও আবার একটি-দুটি নয়, সাত সাতটি টাইগার!
ব্রাজিলের এ পরিবারটি হিংস্র জীবজন্তু বশে আনাটাকে ঠিক অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। পরিবারের সঙ্গে সব সময় থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এমনকি গোসলেও সঙ্গী হচ্ছে।
এ বিষয়ে ওই পরিবার প্রধান আরিয়েস বরগেস এর ভাষ্য, এক সার্কাসে দুটি বাঘ শাকবকের দুরবস্থা দেখে মায়া লাগে তার। তিনি এ দুটি শাবককে বাড়িতে নিয়ে আসেন। বাঘশাবক দুটিকে উদ্ধার করার পর তিনি প্রথমে বাড়িতে এনে তাদেরকে খাওয়ান। এরপর থেকে এতো বছর যাবত তিনি ও তার তিন কন্যা নায়ারা (২০), উরাইয়া (২৩) এবং ডেউসানিরা (২৪) এ টাইগারদের সঙ্গে একসাথে খাবার-খাওয়া, খেলাধূলা, এমনকি একসঙ্গে ঘুমান।
Thursday, June 11
এ সম্পর্কিত আরও খবর
শীত আসার আগেই চুল পড়া কমান ঘরোয়া টোটকায় শীতের সময়ে চুল পড়ার পরিমাণ বাড়ে; যা অস্বাভাবিক কিছু নয়। কারণ এই সময় আবহাওয়া অনেকটা
ওজন কমাতে সাহায্য করে জামের বীজ গ্রীষ্মের সুস্বাদু ফলের মধ্যে একটি জাম। জামের বীজ খাওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে—এটি স্ব
শীতকালে বিয়ে করলেই পাবেন বাড়তি ৭ সুবিধা বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালেই অধিকাংশ মানুষ বিয়ের পরিকল্পনা করেন। কারণ কেউ কেউ শীতকালক
কানাইঘাটে সোনালি ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষকমাহবুবুর রশিদ:কানাইঘাটের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে আমনের সোনালী ধান। যতদূর চোখ যায় শুধু সো
করলার বীজ পেটে গেলে যেসব ক্ষতি হতে পারে করলা তেতো সবজি হলেও এর জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে এর পুষ্টিগুণ অস্বীকার করার উপায় নেই। নিয়মিত
সবুজ ও লাল পেয়ারার মধ্যে পুষ্টিগুণে কোনটি সেরা? এ দেশের অতি পরিচিত একটি ফল পেয়ারা। গ্রাম-শহর সবখানে সারা বছরই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই ফ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়