Sunday, June 28

‘দেশে মজুদ গ্যাসে চলবে আরও ১৬ বছর’


কানাইঘাট নিউজ ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান হারে উত্তোলন অব্যাহত থাকলে দেশে মজুদ গ্যাসে আর ১৬ বছর চলবে। রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। নসরুল হামিদ বলেন, দেশের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস ছিলো ২৭ দশমিক ১২ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফুট)। এর মধ্যে এ পর্যন্ত (মে ২০১৫) ১২ দশমিক ৯৬ টিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে এবং ১৪ দশমিক ১৬ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। চলতি অর্থবছরের (২০১৪-১৫) ১১ মাসে ৮১৫ দশমিক ৯৮ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) উত্তোলন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস উত্তোলনের এই হার অপরিবর্তিত থাকলে আরও প্রায় ১৬ বছর অর্থ্যাৎ ২০৩১ সাল পর্যন্ত মজুদকৃত গ্যাস ব্যবহার করা যেতে পারে। এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ হ্রাসের কারণে বিদ্যমান ফিল্ডগুলোতে উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়