Sunday, June 28

'কত নীচ হলে মোনাজাতের পর বক্তব্য দিতে পারেন তিনি’


কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নীচ হীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সকালে জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের এই উপদেষ্টামন্ডলীর সদস্য এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী ও প্রাক্তন বিরোধী দলীয় নেত্রী কত নীচ হীন হলে এভাবে ইফতার মাহফিলে মোনাজাতের পর বক্তব্য দিতে পারেন। বাণিজ্যমন্ত্রী বলেন, গত শনিবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। সরকারের বিরুদ্ধে দুর্নীতি আর লুটপাটের অভিযোগ এনে ‘দেশ ও জনগণকে রক্ষায়’ ছোট-বড় সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি। এরপর গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটের টানা চলমান-অবরোধে পেট্রোল বোমায় বাস ও ট্রাকে হামলা চালিয়ে মানুষ হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তিনি মায়ের কোলে নিষ্পাপ শিশুদের হত্যা করে শুধু আন্দোলনের নাম করে রাজনীতিতেও পরাজিত হয়ে গেছেন। তিনি রাজনীতিতে পরাজিত হয়ে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে কিভাবে ঘরে ফিরে গেলেন? যা গোটা বিশ্ব অবাক বিস্ময়ে দেখলো বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, কিন্তু খালেদা জিয়া যে মায়েদের হত্যা করেছেন, বোনদের হত্যা করেছেন, শিশুদের হত্যা করেছেন, হেলপার-চালকদের হত্যা করেছেন এই হত্যার জন্য তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করতেই হবে। তৈরি পোশাকের রপ্তানি মূল্যের ওপর আরোপিত উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে সহনীয় হারে নির্ধারণের অনুরোধ জানান মন্ত্রী। পাশাপাশি মুরগীর খামার স্থাপনে কর অবকাশ সুবিধা দেওয়ারও অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়