Tuesday, June 16

মশা ধরবে ড্রোন


কানাইঘাট নিউজ ডেস্ক: ‘মশা মারতে কামান দাগা'। এই বহুল প্রচলিত প্রবাদটিতে এবার একটু পরিবর্তন করতে হবে। কামানের জায়গায় হবে ‘ড্রোন’। মশাবাহিত রোগ রুখতে এবার আসছে বিশেষ ড্রোন। সৌজন্যে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। এই সংস্থা এমন একটি ড্রোন তৈরি করছে, যা বিভিন্ন রোগের জীবাণুবাহিত মশাকে আগেই ধরে ফেলবে এবং প্রশাসনকে ঠিক সময়ে সজাগ করে মশাবাহিত রোগের মহামারী রুখে দেবে। মাইক্রোসফট এর এই নতুন প্রকল্পের নাম ‘প্রোজেক্ট প্রিমনিশন’। প্রকল্পের প্রধান এথান জ্যাকসন জানাচ্ছেন, সংস্থার মূল উদ্দেশ্য মশাবাহিত রোগ ছড়ানোর আগেই রুখে দেওয়া। এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ‘নেচারস ড্রোনস’। কীভাবে কাজ করবে ‘নেচারস ড্রোন’। মাইক্রোসফট এর বিজ্ঞানীরা জানিয়েছেন, শহরে কোনও বিষাক্ত মশা বাড়লেই এই ড্রোন মশাটিকে চিহ্নিত করবে। তারপর ঘুরে ঘুরে ওই বিষাক্ত মশা ধরবে পরীক্ষার জন্য। ফলে প্রশাসনও আগেভাগেই তৎপর হয়ে যাবে। মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, এই ড্রোন ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা মশাবাহিত রোগের প্রকোপ রুখে দিতে সাহায্য করবে। তাদের দাবি, এই ড্রোনে শক্তিশালী ব্যাটারির প্রয়োজন হবে না। তাই দামও সাধ্যের মধ্যেই হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়