Thursday, May 21

গুলশান কার্যালয় নিয়ে খবর কাল্পনিক: বিএনপি


ঢাকা: বিএনপির গুলশান কার্যালয় নিয়ে গণমাধ্যমের খবরকে কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ জাতীয় খবরের ক্ষেত্রে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়ে গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সেলিমা রহমান বলেন, “বড় দলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। এটাকে আত্মসমালোচনা বলতে পারেন। তবে খালেদা জিয়াকে কেউ কোনো ভাবে বায়াসড করতে পারবে তা ভাবাটাও অবান্তর।” বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেলিমা রহমান এসব কথা বলেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘বিএনপির গুলশান কার্যালয়ে অস্থিরতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সকালে দলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। পরে আবার সংবাদ সম্মেলন করে এর নিন্দা জানানো হয়। সেলিমা রহমান বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করতে এ অপপ্রচার চালাচ্ছে সরকার। কারণ তারা বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা মামলায় কারাগারে আটক করে রেখেছে। মধ্যসারি ও তৃণমূলের নেতারা মামলায় জর্জরিত, ঘরে ফিরতে পারছেন না । অনেকে আত্মগোপনে রয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের শিকার। তাই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামিতে অভিযুক্ত করা হচ্ছে। সংবাদের একটি অংশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে পদ, পদবী দিয়ে থাকে। তাই সম্প্রতি দলীয় সিদ্ধান্তেই দলের সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম চালানোর স্বার্থে দুই জনকে নির্বাহী কমিটিতে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, কারো যদি বিএনপি ও তার সাংগঠনিক কাঠামো সম্পর্কে কোনো কিছু জানা ও বলার থাকে তাহলে দলের মুখপাত্র এবং সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আশা করি বিভ্রান্ত হবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়