Thursday, May 21

বরিশালে বিআরটিসি বাস খাদে পড়ে ৪৫ যাত্রী আহত


বরিশাল: বরিশালে বিআরটিসি বাস খাদে পড়ে ৪৫ যাত্রী আহত হয়েছে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেনিয়াবত ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, বরগুনা থেকে অর্ধশত যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বিআরটিসি বাসটি। বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি শহীদ আব্দুর রব সেনিয়াবত ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। এতে বাসে থাকে সবযাত্রীই কম-বেশি আহত হয়। এর আগে বাকেরগঞ্জে বাসটি বিকল হয়। এদিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ৪৫ আহত যাত্রী ভর্তি হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. ওদুদ মোল্লা জানান, হাসপাতালে পাঁচ শিশু, ১০ নারী ও ৩০ পুরুষ আহত রোগী ভর্তি হয়েছেন। তিনি আরো বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে পর্যন্ত মারা যাওয়ার শঙ্কা নেই। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখয়াত হোসেন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যায়নি। আহতরা শংকামুক্ত রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়