Saturday, May 23

কানাইঘাট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ নয়মুল হাসান বলেন, শত সীমাবদ্ধতা সত্ত্বেও সিলেট জেলা পুলিশ জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আর ওপেন হাউজ ডে সৃষ্টি করেছে সেই সেতুবন্ধন। তিনি থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীরা যাতে কোন ধরনের হয়রানীর স্বীকার না হন তার জন্য শীঘ্রই কানাইঘাট থানাকে দালাল মুক্ত করা হবে বলে ঘোষণা দেন। এক্ষেত্রে তিনি সচেতন মহল ও সবাইকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সাব ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দিনের উপস্থাপনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান বৃষ্টির কারণে সংক্ষিপ্ত করা হয়। সভায় সিলেটের উত্তর সার্কেলের এএসপি মহি উদ্দিন মাহমুদ সুহেল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কানাইঘাট থানার আইনশৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরে অনেকে বক্তব্য দেয়ার সুযোগ না পেলেও তারা তাদের প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসী অধ্যুসিত কানাইঘাটে ভূমি খেকো চক্র সক্রীয় হয়ে উঠেছে। তাদের হাতে থানায় জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে আসার পর নানা ধরনের হয়রানীর স্বীকার হন অনেকে। আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য কমিউনিটি পুলিশের কার্যক্রম জোরদার এবং কমিটিতে দলমতের উর্ধ্বে উঠে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাল মানুষদের স্থান দিতে হবে। কিছু দালাল ও অপরাধীরা কমিউনিটি পুলিশের কমিটিতে ঢুকে পড়েছে বলে অনেকে জানান। সম্প্রতি উপজেলা জুড়ে চুরি, নারী নির্যাতন ও ফৌজধারী অপরাধের ঘটনা বেড়ে গেছে তা বন্ধ করতে এলাকার চিহ্নিত অপরাধী ও চোরদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কানাইঘাট থানাকে দালাল মুক্ত করার দাবী জানানো হয়। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী তার বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক ব্যবসায়ী, মাদক সেবী চোর ও নানা অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদ, মাষ্টার মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়