Saturday, May 23

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম


জৈন্তাপুর থেকে সংবাদদাতাঃসিলেটের জৈন্তাপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যারাক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের সচিব সুরাইয়া বেগম। সচিব ব্যারাক পরিদর্শন করে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিন হন। এসময় ব্যারাক গুলোতে দ্রুত পানি, রাস্তা, স্যানিটেশন, স্কুল ও বিদ্যুৎ সমস্যা সমাধান এবং আশ্রায়নবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার নির্দেশ দেন তিনি। শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২৬টি ব্যারাক পরির্দশনে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম। এ সময় তিনি ২৬০ পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যদের খোঁজ খবর নেন। বেশিরভাগ পরিবারের সদস্যরা তাদের পানি, রাস্তা, স্যানিটেশন, স্কুল ও বিদ্যুৎ সমস্যা কথা এবং সরকারের ঘোষিত ব্যারাকবাসীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। পরে সচিব আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়টিকে দ্রুত সময়ের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নী করনের নির্দেশ দেন। এ সময় একটি বাড়ী একটি খামার এর অতিরিক্ত সচিব প্রশান্ত কুমার রায়, সিলেটের এডিসি (জেনারেল) সাবেরা আক্তার, আশ্রায়ন প্রকল্পের সহকারী পরিচালক হামিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আশ্রায়ন প্রকল্পের সভাপতি আব্দুল জলিল প্রমুখ। পরে সচিব আসামপাড়া এলাকায় একটি বাড়ী একটি খামার পরির্দশন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়