Saturday, May 23

জৈন্তাপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ॥ সড়ক অবরোধ


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট তামাবিল জাফলং সড়কের দরবস্ত ইউনিয়নের দিখীরপার নামক স্থানে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর কাঞ্জর গ্রামের আব্দুন নুর মিয়ার পুত্র তরিকুল ইসলাম (১০)। জানা গেছে, সকালে শিশু তরিকুল তার পিতার সাথে হরিপুরে এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওযার পথে দিখীরপার নামক স্থানে রাস্তায় পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিল। তখন সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ঠ-১১০৫৯৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে রাখেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও সাবেক ছাত্রনেতা মো: কুতুব উদ্দিন, ছয়ফুল আলম ও আব্দুর রকিবের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ সময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ঘাতক ট্রাকটি পুলিশ জব্ধ করে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়