Friday, May 15

কানাইঘাটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মধ্য বাজারে হাজী তবারক আলী ম্যানশনে অবস্থিত আল-মাহমুদ কম্পিউটার এন্ড মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা বিভিন্ন কোম্পানীর দামী ৪২টি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে। একের পর এক বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা সংকিত হয়ে পড়েছেন। জানা যায় গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে আল-মাহমুদ কম্পিউটার এন্ড মোবাইল দোকানের সত্ত্বাধিকারী বিষ্ণুপুর গ্রামের ফরিদ আহমদের পুত্র গোলাম আম্বিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ীতে চলে যান। রাত ৩টার দিকে বাজারের ফেক্সিলোড ব্যবসায়ী আলমাছ উদ্দিন গোলাম আম্বিয়াকে ফোন দিয়ে জানান তার ব্যবসা প্রতিষ্ঠানের সাটারিং এর দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। এমন সংবাদ পেয়ে গোলাম আম্বিয়া রাত ৪টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান দোকানের মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রনিক্স মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এসময় বাজারের নৈশ্য প্রহরী আবু শহিদ ও শফিকুর রহমানের উপস্থিতিতে মালামাল হিসাব করে দেখা যায় স্যামসাং, সিমপনী, কোম্পানীর ৪২টি মোবাইল সেট চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার অনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৯৭হাজার টাকা বলে ব্যবসায়ী গোলাম আম্বিয়া কানাইঘাট নিউজকে জানিয়েছেন। এ ব্যাপারে বাজারের নৈশ্য প্রহরীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদোত্তর দিতে পারেননি। এ ঘটনায় দোকান মালিক গোলাম আম্বিয়া অজ্ঞাতানামাদের আসামী করে কানাইঘাট থানায় শুক্রবার অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি মাসে বাজারে ৫/৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে থাকে। সম্প্রতি বাজারের হাজী তবারক আলী ম্যানশনের ২য় তলায় অবস্থিত স্টার লিংক দোকান, হাজী মজিদ এন্ড সন্স এবং কানাইঘাট থানার ১৫ গজ অদূরে অবস্থিত একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা জানিয়েছে বাজারে পুলিশের টহল জোরদার না থাকায় এবং বিশাল এ বাজারে মাত্র ৩ জন নৈশ্য প্রহরী দায়িত্ব পালনে হিমশিম খাওয়ায় চোরেরা নির্বিঘে ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকে নগদ টাকা ও দামী জিনিসপত্র নিয়ে যাচ্ছে। বাজারের মেয়াদোত্তীর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ ব্যাপারে কোন ধরনের ভূমিকা পালন করতে পারছে না। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানকে বাজারের নিরাপত্তা বিধানে নৈশ্য প্রহরীদের সংখ্যা বৃদ্ধি এবং পুলিশ টহল জোরধার চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীরা বার বার তার কাছে অনুরোধ করে আসলেও তিনি এ ব্যাপারে কিছুই করছেন না বলে ব্যবসায়ীরা জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়