Friday, May 15

সোমবার শিলং যেতে পারেন হাসিনা আহমেদ


ঢাকা: সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে তার স্ত্রী হাসিনা আহমেদ আগামী সোমবার শিলং যেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। সালাহ উদ্দিনকে দেখতে যাওয়া বিএনপির এই নেতা আজ শুক্রবার বিকালে জানান, সালাহ উদ্দিন এখনও পুরোপুরি সুস্থ নন। হাসিনা আহমেদের আরও আগেই শিলং যাওয়ার কথা ছিল। স্বামীকে একনজর দেখার জন্য তিনি অস্থির হয়ে আছেন। কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তার যাওয়া বিলম্ব হচ্ছে। আগামী সোমবারের মধ্যে ভিসা হয়ে যাবে বলে আশা করছেন সালাহ উদ্দিন পত্নী। এদিকে, পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে কয়েকজন আত্মীয় সাক্ষাৎ করেছেন। তারা জানিয়েছেন ধীরে ধীরে তিনি মনোবল ফিরে পাচ্ছেন। তুলে নেয়ার পর থেকে তিনি কোথায় কিভাবে ছিলেন এ বিষয়েও তিনি কথা বলেছেন। হাসপাতালে তার পরীক্ষা নীরিক্ষা হচ্ছে। পরীক্ষার পর তার চর্ম ও গলব্লাডারে সমস্যা ধরা পড়েছে। এর জন্য ওষুধও দেয়া হয়েছে। আজ দুপুরে চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী সালাহউদ্দিন আহমেদের আত্মীয় আয়ুব আলী বাইরে থেকে ওষুধ কিনে দিয়ে যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়