ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা আক্তার (৩০) নামের এক নারী ও মো. রিফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশাত (১১) নামে আরেক শিশু আহত হয়।
আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, আজিপুরের ১৮৫ নম্বর রসুলবাগের ভাড়া বাসায় থাকতেন রিফাত ও রুমানার পরিবার। আজ বিকালে ঝড়ের সময় ওই বাড়ির লোহার সিঁড়ির ওপর একটি বিদ্যুতের তার এসে পড়ে। সিঁড়িতে ওঠার সময় রিফাত, রুমানা ও নিশাত বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বিকেল সোয়া পাঁচটার দিকে রিফাত ও রুমানাকে মৃত ঘোষণা করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়