ঢাকা: বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে পুলিশি হেফাজতে রাখতে বাংলাদেশের কাছ থেকে অনুরোধ পাওয়ার কথা জানিয়েছে ভারত।
শুক্রবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানিয়েছেন শিলং পুলিশ সুপার।
এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ভারতের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু’একদিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হতে পারে।
এরইমধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর বেরোয়, ইন্টারপোলের বাংলাদেশের ডেস্ক সালাহ উদ্দিনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। তবে আইজিপি জানিয়েছেন, রেড নোটিশ নয়, তাকে পুলিশ হেফাজতে রাখতে ভারতীয় পুলিশকে অনুরোধ করেছে ইন্টারপোলের ঢাকা ডেস্ক।
শিলং পুলিশ বিবেক সিয়েম বলেন, ”ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় সালাহউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হলেও এর কার্যক্রম শুরু হয়নি।”
নিখোঁজ হওয়ার ৬৩ দিন পর ১১ মে, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে খোঁজ মেলে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়