Wednesday, May 20

সিলেটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত


কানাইঘাট নিউজ ডেস্ক: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে সিলেটের একটি আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেয়া হয়। সেই সাথে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কাওছার আহমদ (৩০) জেলার কানাইঘাট উপজেলার বড় চতুল গ্রামের মখলিছুর রহমানের ছেলে। মামলার বিবরণী থেকে জানা যায, ২০০৯ সালের ৩০ আগস্ট মধ্যরাতে স্ত্রী রাজনা বেগমকে (২২) নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী কাওছার আহমদ। হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায়। পরদিন পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর নাক দিয়ে রক্ত বের হওয়া, শরীরে আঘাতের চিহ্ন ও গলায় শ্বাসরোধ করে মারার চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তেও হত্যার বিষয়টি প্রমাণিত হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) পঞ্চম নন্দি ২০১০ সালের ৩০ এপ্রিল আদালতে নিহতের স্বামী কাওছারকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। বিচারের জন্য মামলাটি ওই আদালতে স্থানান্তর হলে অভিযোগ গঠনের পর ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত কুমার বৈদ্য বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলেও আদালতের রায়ে হত্যাকাণ্ডের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়