Wednesday, May 20

শাহজালালে দুই কোটি টাকার ওষুধ জব্দ


ঢাকা: হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যমানের অবৈধভাবে আমদানি করা বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বুধবার দুপুরে এসব ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, গত ১৭ মে পাকিস্তান থেকে একটি ফ্লাইটে ওষুধগুলো শাহজালাল বিমানবন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ২৪০ কেজি ওষুধ জব্দ করে। এসব ওষুধ হরমন পরিবর্তন, এলার্জি ও ফাঙ্গাল ইনফেকশনের নিরাময়ে ব্যবহৃত হয়। জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য দুই কোটি টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়