Friday, May 22

.কানাইঘাট পল্লীবিদ্যুৎ অফিসের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবী জানিয়েছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি


নিজস্ব প্রতিবেদক: সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অর্ন্তভুক্ত কানাইঘাট জোনাল অফিসে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানী বন্ধে অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা দালাল চক্রের বিরুদ্ধে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি কানাইঘাট নিউজ ডটকম সিলেটের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিদ্যুৎ গ্রাহকদের হয়রানী, মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা তদন্ত করে এসব ঘটনার সাথে জড়িত অফিসের কর্মকর্তা, কর্মচারী, দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে নেতৃবৃন্দ বলেন, ২০/২২ মাস পূর্বে আবেদন করার পরও উৎকোচ না দেওয়ায় অদ্যবধি পর্যন্ত শত শত বিদ্যুৎ গ্রাহককে তাদের মিটার সংযোগ দেয়া হয় নি। অফিস থেকে অসংখ্য গ্রাহকের ফাইল পর্যন্ত গায়েবের ঘটনা ঘটেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী ভাবে মাষ্টার প্ল্যানের আওতায় বিদ্যুৎ সংযোগকারী সুবিদাভোগী গ্রাহকদের কাছ থেকে অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, এলাকা পরিচালক, ইলেক্ট্রিশিয়ান ও দালালরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যার সুর্নির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা এবং পল্লী বিদ্যুৎ অফিসকে দুর্নীতি মুক্ত করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। বিবৃতিদাতারা হলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মুহিউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, এড. মামুন রশিদ, আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়