Sunday, May 24

একের বিনিময়ে দশ


ইসলাম ডেস্ক: বনি আদমের প্রতিটি নেক আমলকে কমপক্ষে দশগুণ বৃদ্ধি করা হয়; তবে ব্যক্তি বিশেষ ও স্থান বিশেষ ৭০০গুণ পযন্তও বৃদ্ধি করা হয়; কিন্তু গোনাহ! একটি করলে একটিই রাখা হয়। ১| আল্লাহ রব্বুল আলামীন এরশাদ করেন: যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আনআম: ১৬০ ২| হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা)রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ননা করেছেন। তিনি বলেছেন। দুটি অভ্যাস, যে মুসলিম বান্দাই অভ্যাস দুটির উপর যত্নবান হবে, সে জান্নাতে প্রবেশ করবে। অভ্যাস দুটি অতি সহজ। কিন্তু এ দুটির উপর আমলকারীর সংখ্যা কম। প্রত্যেক ফরয নামাযের পর দশ বার ‘সুবহানাল্লাহ’ দশবার ‘আল-হামদুল্লিাহ’ এবং দশবার ‘আল্লাহু আকবার’ বলবে। ফলে এর যবানে বলার সংখ্যা হবে ১৫০; কিন্তু নেকির পাল্লায় হবে ১৫০০—। তিরমিযি ও আবু দাউদ। ৩| রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০গুণ পযন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন কিন্তু রোযার বিষয়টি ভিন্ন। কেননা রোযা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দিব। মুসলিম ৪। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন: যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি অক্ষর তিলাওয়াত করবে তাকে একটি নেকি দেয়া হবে। এক নেকি হবে দশ নেকির সমতুল্য। আমি একথা বলি না যে الم একটি অক্ষর বরং الف একটি অক্ষর لام একটি অক্ষর ميم একটি অক্ষর, الم তিলাওয়াত করলে নূন্যতম ত্রিশটি নেকি প্রাপ্ত হবে। তিরমিযি উক্ত হাদীসের মধ্যে বলা হয়েছে “এক নেকি হবে দশ নেকির সমতুল্য” তা শুধু কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে তা নয়; বরং সকল সওয়াবের কাজের ক্ষেত্রে। অতএব যে কেহ একটি সওয়ারেব কাজ করবে আল্লাহ তায়ালা তাকে নূন্যতম দশগুণ সওয়াব দান করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়