Friday, April 10

রাজধানীতে বাসচাপায় মা-ছেলে নিহত


ঢাকা: রাজধানীর মাতুয়াইলে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মেয়ে মিতু (০৯) আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা শাকিলা এরশাদ ঝুমুর (২৬) ও শিশু ছেলে হামিম (০৪)। নিহত শাকিলা এরশাদের স্বামী মাইনুল ইসলাম জানান, তাদের বাসা রায়েরবাগ এলাকায়। সকালে দুই সন্তান ও স্ত্রীকে মাতুয়াইল আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য রিকশায় তুলে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পথচারিরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসেপাতালে নিয়ে আসেন।এরপর নিহতের স্বামী এসে লাশ সনাক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়