Friday, April 10

প্রচারে হয়রানির অভিযোগ আফরোজা আব্বাসের


ঢাকা: ঢাকা দক্ষিণে মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় হয়রানির অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শুক্রবার সকালে মতিঝিল এজিবি কলোনী মসজিদ মার্কেটে প্রচারণাকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বিভিন্ন দিকে প্রচারণায় নামলেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা ভাবে হয়রানী করছেন। এতে আমাদের প্রচারণায় বিঘ্ন ঘটছে। প্রচরণার সময় তিনি ভোটারদের হাতে মির্জা আব্বাসের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের পোস্টার তুলে দেন। নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন- ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, তাঁতী দলের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হাকিমসহ বিএনপিসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়