বিনোদন ডেস্ক:
একদিকে পুরনো রোগের মতো আইনি ঝামেলা তো আছেই। তার সঙ্গে কাজকর্ম আর ফুরফুরে জীবন সব মিলিয়ে সালমানের জীবনের টক-ঝাল-মিষ্টি স্বাদটা বেশ ভালোভাবেই যাচ্ছে আজকাল। গেল বছরের নভেম্বরে বিমানযাত্রাকালে রবীন্দ্র দ্বিবেদী নামের এক ব্যক্তিকে প্রথমে দেহরক্ষী ও পরে সালমান নিজে লাঞ্ছিত করেন বলে অভিযোগ এসেছে সম্প্রতি। গেল বছরই অভিযোগকারী পুলিশে অভিযোগ করা সত্ত্বেও সালমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নতুন অভিযোগে সালমানের নাটকীয়তাপূর্ণ আইনি লড়াই যখন তুঙ্গে, তখনই টুইটারে সম্প্রতি সালমান ছাপালেন বেশ ফুরফুরে এক ছবি। জনাকীর্ণ রাজপথে দিব্যি সাইকেল চালাচ্ছেন। হালে নাকি সিদ্ধান্তও নিয়েছেন, ট্রাফিক জ্যাম এড়াতে এখন থেকে সাইকেল চালিয়েই ফিল্ম সিটির উদ্দেশে যাত্রা হবে তার। তবে তার কতটুকু বাস্তবে প্রয়োগযোগ্য হবে সেটা নিয়ে অবশ্য গলদঘর্ম হতে হচ্ছে সালমান দেহরক্ষীদের। ইন্ডিয়ান এক্সপ্রেস
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়