Friday, April 10

বিদায় “ক্রিকেট কোকিল”


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: ছিলেন ক্রিকেটার। কিন্তু ভক্তরা তাকে মনে রাখতে চায় ‘ক্রিকেট কোকিল’ হিসেবে। রিচি বেনো। ধারাভাষ্য দিয়ে শত-সহস্র মন জয় করে চলে গেছেন না ফেরার দেশে। বেনোর বয়স হয়েছিল ৮৪ বছর। অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন বেনো, এর মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ১৯৬৪ সালে অবসর নেওয়ার পর সাংবাদিকতা ও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত হন। ১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর তিনি বিসিবির কোর্স সম্পন্ন করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন। ১৯৬০ সালে বিসিবি রেডিওর হয়ে প্রথম ধারাভাষ্য দেন বেনো। এরপর টেলিভিশনেও নিজের যায়গা পাকা করেন। ছিলেন চ্যানেল নাইনের প্রধান ধারাভাষ্যকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়