Friday, April 17

দম পরীক্ষায় পাকস্থলির ক্যান্সার নির্ণয়


অনলাইন ডেস্ক: শ্বাস-প্রশ্বাস কিংবা দম পরীক্ষায় পাকস্থলির ক্যান্সার নির্ণয় করা যাবে বলে এক গবেষণায় জানা গেছে। এই পরীক্ষায় নিঃশ্বাসে আসা রাসায়নিক মিশ্রন পর্যবেক্ষণ করে জানা যাবে পাকস্থলির ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি এই পরীক্ষা সত্য প্রমাণিত হয় তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন। জার্নাল ‘গাট’ এ প্রকাশিত এই বিষয়ে আরো গবেষণার প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ব্রিটেনে প্রতি বছর ৭ হাজার ৩০০ মানুষ পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হন। বেশিরভাগ পশ্চিমা বিশ্বে এই ক্যান্সার যখন ধরা পড়ে তখন রোগীর আর বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে। বিজ্ঞানীরা আশা করছেন, এই পদ্ধতি রোগের পূর্বাভাষ প্রদানে ব্যাপক উন্নতি সাধন করতে পারে। সম্প্রতি ইসরাইল, লাটভিয়া এবং চীনে এই গবেষণা পরিচালিত হয়। ক্যান্সার আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাসে যে ধরনের রাসায়নিক উপাদান পাওয়া যায় সেই উপাদান একজন সাধারণ মানুষের শ্বাস-প্রশ্বাসে পাওয়া যায় না। গবেষকরা ১৪৫ জন রোগীর নিঃশ্বাস পরীক্ষা করেছেন যাদের মধ্যে প্রায় ৩০ জনের পাকস্থলির ক্যান্সার হওয়ার তথ্য আগেই জানা গেছে। বাকিদের আরো পরীক্ষা করা হচ্ছে এবং অনেকের মধ্যে ক্যান্সার হওয়ার নমুনা লক্ষ্য করা গেছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়