Friday, April 10

সঙ্গীতে রুনা লায়লার ৫০ বছর পূর্তি উৎসব আজ


বিনোদন ডেস্ক: ঙ্গীত জীবনের ৫০ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, উর্দু, গুজরাটিসহ বেশ ক’টি ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। আজ এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি আয়োজন করছে এন্টারেজ এন্টারটেইনমেন্ট। সঙ্গীতজীবনে ৫০ বছর পূর্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘শ্রোতাদের ভালোবাসায় আমি অভিভূত। তাদের কারণেই আমি আজ এতদূর আসতে পেরেছি। এভাবেই আমি আজীবন গান গেয়ে যেতে চাই।’ ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘সেলিব্রেশন অব মিউজিক’ শীর্ষক এক কনসার্টেরও আয়োজন করা হয়েছে। এ আয়োজনে রুনার সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন পাকিস্তানি নায়ক ও গায়ক ফাওয়াদ খান এবং ভারতীয় সঙ্গীতশিল্পী কেকে। পাশাপাশি উপস্থিত থাকবেন দেশীয় তারকারাও। ১৯৬৪ সালে পাকিস্তানি ছবি ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে সঙ্গীত ভুবনে পা রাখেন রুনা লায়লা। ১৯৭৪ সালে ‘এক ছে বারকার এক’ ছবির মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে তার প্লেব্যাক শুরু হয়। ওই বছরই বাংলাদেশে সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে প্লেব্যাক করেন তিনি। এরপর বাংলাদেশের বিভিন্ন ছবিতে একের পর এক সুপারহিট গান উপহার দিতে থাকেন রুনা। গানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লা অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়