কানাইঘাট নিউজ ডেস্ক:
বর্তমানে দেশে কালবৈশাখীর আবহ বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে আকাশে দেখা যায় বিদ্যুতের ঝলকানি। আর তার সঙ্গে কয়েক পশলা ঝেপে বৃষ্টি। সব বেশ রোমান্টিক সন্দেহ নেই। তবে মাঝে মধ্যেই বাজ পড়ে বিভিন্ন দুর্ঘটনা এর তাল কেটে দেয়। বাড়ির মধ্যে থাকলে এর প্রভাব থেকে কিছুটা বাঁচা যায়। তবে রাস্তায় থাকাকালীন এমন পরিস্থিতি সামনে পড়লে কীভাবে সুরক্ষিত থাকবেন তার কয়েকটি উপায় জানাচ্ছি আমরা:
১. পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন।
২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। তাই এ সব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না। ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি থাকে।
৩. জানালা থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।
৪. ধাতব বস্তু এড়িয়ে চলুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শ এসে অনেকে আহত হন।
৫. টিভি-ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের আভাষ পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ আগেই খুলে রাখুন।
৬. গাড়ির ভেতর থাকলে: বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির সম্মুখীন হন তবে গাড়ি কোনো গাড়িবারান্দা বা পাকা ছাউনির নিচে নিয়ে যান। এ সময় গাড়ির কাঁচে হাত দেয়া বিপজ্জনক হতে পারে।
৭. ঝড়-বৃষ্টির সময় রাস্তায় পানি জমাটা আশ্চর্য নয়। তবে বাজ পড়া অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের না হওয়াই মঙ্গল। একে তো বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। উপরন্তু কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার আশঙ্কাও থেকে যায়।
৮. খালি পায়ে বা পা খোলা জুতো নয় বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বেরোতেই পা ঢাকা জুতো পড়ে বের হোন। রবারের গাম্বুট এ ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে।
৯. চার পাশে খেয়াল রাখুন বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন। যে দিকে বাজ পড়ার প্রবণতা বেশি সে দিক বর্জন করুন। কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
Friday, April 10
এ সম্পর্কিত আরও খবর
রেসিপি: জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আচার খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি হয় জলপাইয়ের আচার; তাহলে তো আর কথা
ইন্টারনেটে ধীরগতির সমস্যা দূর করবেন যেভাবে মোবাইলে ইন্টারনেটে সমস্যা? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের ঝ
ছুটির দিনে পাতে রাখুন ইলিশের ডিম ভুনা, রইলো রেসিপি বাঙালির প্রিয় মাছ ইলিশের স্বাদে দুনিয়ার সবাই মুগ্ধ! বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি
বেশি হাঁটার ৮ রকম উপকারিতা আমাদের দৈনন্দিন জীবনে হাঁটা চলার গুরুত্ব অপরীসিম। এই হাঁটার আছে অনেক উপকারিতা- এর ফলে পেশী সু
যে সূরা রাতে পড়লে দারিদ্র্য কাছেও ঘেঁষতে পারবে না পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটি সূরার আলাদা আলাদা গুরুত্ব ও ফজিলত আছে। এমনকি একেক বাক্যের আ
অসমাপ্ত মেসেজ হারাবে না হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে ‘মেসেজ ড্রাফট’। এর ফলে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়