ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া থেকে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জয়নাল (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ জানান, আজ দুপুরের দিকে ভূঁইয়াপাড়ায় শ্বশুর বাড়ির কাছেই জয়নালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই এলাকার আশিবাড়ি গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জয়নালের বাড়ি শরিয়তপুরে। তার বাবার নাম আব্দুল জলিল। ঢাকায় বাসাবোতে থাকতেন তিনি।
ওসি জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নালকে খুন করা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়