Tuesday, April 7

জাপার একাংশের সমর্থন পেলেন ববি হাজ্জাজ


ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দলীয় প্রার্থী এবং এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে সমর্থন দিলো জাতীয় পার্টির কয়েকজন নেতা। মঙ্গলবার বিকালে মিরপুর থানা জাতীয় পার্টির কার্যালয়ে জাপার ২৫ থানা কমিটির নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানেই তারা নির্বাচনে ববি হাজ্জাজের পক্ষে কাজ করার ঘোষণা দেন। উত্তরের ২৬ থানা কমিটির মধ্য ২৫টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্দলীয় মেয়র প্রার্থী ববি হাজ্জাজকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন। এসময় বক্তারা জাতীয় পার্টি থেকে এককভাবে ববি হাজ্জাজকে সমর্থন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে তৃণমূল নেতারা বলেন, ঢাকা সিটি উত্তরে মেয়রপদটি জাতীয় পার্টিকে ভোটের মাধ্যমে ছিনিয়ে আনতে চাইলে ববি হাজ্জাজকেই সমর্থন দিতে হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, জন জোয়ার যার পক্ষে সৃষ্টি হয়েছে তাকেই জাতীয় পার্টির সমর্থন দেয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নয়,কিন্তু দলীয় সমর্থন দেয়া যায়। তাই দলের প্রতি অনুরোধ এখনও সময় আছে ভুল না করে প্রজন্মের অহংকার ববি হাজ্জাজকে সমর্থন দিয়ে মেয়র পদ জাতীয় পার্টির ঘরে নিয়ে আসার সুযোগ করে দেয়া উচিত। বিষয়টি জানতে গোলাম মাওলার সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, মিরপুরে দলের একটি সভা হয়। আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। সেখানে উপস্থিত উত্তরের জাপার সকল থানা নেতারা ববি হাজ্জাজকে সমর্থন দিয়েছে। বিষয়টি জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঢাকাটাইমসকে বলেন, এটা মিথ্যা কথা। এরকম কোন বৈঠক হয়নি। আর গোলাম মাওলা আমাদের দলের কেউ না। সে এখন জাতীয় পার্টি করে না। পরে গোলাম মাওলা বলেন, আমিতো জানি আমি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান। বাবলু সাহেব আমাকে কখন বাদ দিয়েছেন আমিতো সেটা জানি না। মিরপুর থানা জাতীয় পার্টির সভাপতি সামশুল হকের সভাপতিত্বে এতে উপন্থিত ছিলেন জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক,মিজানুর রহমান হিমু, হামিদ হাসান, হাজী কাউয়ুম,সিরাজুল ইসলাম,মাহফুজ মোল্লা,আলমাস উদ্দিন,মনিরুজ্জামান, মোখলেসুর রহমান। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে সমর্থন দেওয়া হয়েছে ঢাকা উত্তরে সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবলুকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়