Saturday, April 25

কানাইঘাটে ভারতীয় তীর খেলা ছড়িয়ে পড়েছে সর্বত্র


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌর শহর ও উপজেলার বিভিন্ন হাট বাজারে ভারতীয় তীর খেলা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পৌর শহরের তীর খেলাসহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় আলেম উলামাদের উদ্যোগে তা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে কানাইঘাট পৌর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তারপরও ভারতীয় তীর খেলা বন্ধ হচ্ছে না। সপ্তাহে ৬ দিন প্রকাশ্যে কানাইঘাট পৌর শহরসহ অন্যান্য হাট বাজারে তীর খেলা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। তীর খেলার সাথে প্রভাবশালী চক্র ও রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশ থাকায় এ খেলার সাথে জড়িতরা আইন কানুনের তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্র, যুবক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ অল্পদিনে লাখপতির আশায় ১টাকায় ৭০টাকা পাবার আসায় তীর খেলার সাথে জড়িয়ে পড়ে সর্ব শান্ত হচ্ছেন। এতে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন এ খেলার সাথে জড়িত মালিক ও এজেন্টরা। সাধারণ মানুষকে প্রতারিত করে প্রকাশ্যে তীর খেলা চললেও আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে ২/১ জনকে আটক করলে এতে প্রভাবশালীরা থানা থেকে তাদের ছাড়িয়ে নিতে জোর তদবীর শুরু করেন। সর্বশেষ শুক্রবার পৌর শহর থেকে তীর খেলার সাথে নন্দিরাই গ্রামের হবিবুর রহমানের পুত্র ছয়ফুল আলম (২৫) এবং দলইমাটি গ্রামের নিজাম উদ্দিন নামে এক যুবককে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তারপর গভীর রাত পর্যন্ত এ দু’জনকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর তদবীর শুরু হয়। এতে থানা পুলিশ বিব্রতকর অবস্থায় পড়ে। তবে আটককৃত তীর খেলার এজেন্ট ছয়ফুল আলম ও নিজাম উদ্দিনকে শনিবার থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয়ফুল আলম ও নিজাম উদ্দিনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে অর্থদন্ড দেন। পরে মুছলেখার মাধ্যমে ছাড়া পেয়ে ছয়ফুল আলম ও নিজাম উদ্দিন পুণরায় তীর খেলার সাথে জড়িয়ে পড়ে। এলাকার ধর্মপ্রাণসহ সর্বস্তরের মানুষ অবিলম্বে পৌর শহরে তীর খেলা সম্পূর্ণ রূপে বন্ধে এ খেলার সাথে জড়িত এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়