কানাইঘাট নিউজ ডেস্ক:
এমন সময় গেছে, যখন বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে নামতেন শুধু ভালো খেলার জন্য। জয়ের কথা ভাবতেও তখন সাহস হতো না। সেই দিনগুলোয় বড় টিমের খেলোয়াড়রা বাংলাদেশিদের নিয়ে মাঠে ‘তাচ্ছিল্য, ফাজলামি’ করতেন।
জানতে চাইলে, ২০০৩ সালের পাকিস্তান সফরের কথা স্মরণ মাশরাফি বলেন, ‘তখন তো আমরা শুধু ভালো খেলার জন্যই খেলতাম। ওদের ব্যাটসম্যানরা নামত, নানা ফাজলামি করত...এভাবেই খেলাগুলো হয়েছে। ওদের ভাবভঙ্গি দেখে মনে হতো, আমাদের তাচ্ছিল্য করছে। খুব খারাপ লাগত।’
সরাসরি অপমান না করলেও আকার ইঙ্গিতে তারা অনেক কিছু বলত মন্তব্য করে মাশরাফি বলেন, ‘ওরা সরাসরি কিছু বলেনি। তবে মুখে না বলেও তো অনেক কিছু বোঝানো যায়। একবার আফ্রো-এশিয়া কাপে খেলতে গেছি...আশরাফুল, আমি, রফিক ভাই, তামিমও। শহীদ আফ্রিদিও ছিল। তখন বুঝতে পেরেছি, ওরা আমাদের কী চোখে দেখে। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কতটুকু। আমরা তখন মেনেও নিয়েছি...ভাবতাম ওরা বড় টিমের প্লেয়ার। আফ্রিদি হয়তো বলল, বাঙালি বাবু কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি...এই টাইপের কথাবার্তা।’
‘ধরেন, ভারতীয় ক্রিকেটাররা বসে আছে, সামনে দিয়ে আমি হেঁটে আসছি, তখন কিছু বলল। সিরিয়াস কিছু না, আমরাও হয়তো তখন মানসিকভাবে দুর্বল ছিলাম। শুধু পাকিস্তান কেন, এমন বললে ভারতের বা শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারেরও দোষ দেওয়া যায়। ২০০৮ সালে পাকিস্তানে এশিয়া কাপে আমরা সুইমিং করছি, জয়াসুরিয়া আর মুরালিধরন এসে বলছে, তোমরা সুইমিং করো কেন? সুইমিং করে কী লাভ! আগে মাঠে প্র্যাকটিস করো। এমন অনেক অপমানজনক কথাবার্তা শুনতে হয়েছে। বরং পাকিস্তানিরাই এত বাজে কিছু বলেনি।’ বলেন মাশরাফি।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়