বিনোদন ডেস্ক:
নিজের মেয়েকে খুঁজে পাচ্ছেন না আমির। বলিউড পারফেকশন মাস্টারের এই মেয়ের সন্ধান চলছে বেশ কিছু দিন ধরেই। হন্যে হয়ে খোঁজ চালাতে হচ্ছে এখনও তাকে। কাঙ্ক্ষিত মেয়েটি আমিরের ছবি দাঙ্গালের জন্য। সে ছবিতে তার মেয়ের চরিত্রের জন্যই চলছে এই শিল্পী অনুসন্ধান। চরিত্রটি বেশ কঠিন। তার জন্যই সবকিছু মিলে পারফেকশন একজন নায়িকা খুঁজে বের করাটাই হয়ে উঠেছে দায়। যদি নাই মেলে পছন্দ অনুযায়ী, তাহলে কী পটে পরিবর্তন আসতে পারে? এমন প্রশ্নের উত্তরে আমিরের আশাবাদী উত্তর, 'গল্পের খাতিরে চরিত্র বদলানোর সুযোগ নেই। আর তাই যতদিন ঠিকঠাক একটা মেয়ে না খুঁজে পাচ্ছি, ততদিন আপসের প্রশ্নই আসে না। তবে ঠিকঠাক খোঁজটা চলতে থাকলে পারফেক্ট একটা মেয়ে যে পাবেনই, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিতই আমির। ইন্ডিয়া ডট কম
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়