Monday, April 27

ভোট কেনার সময় অর্থসহ হাতেনাতে আটক ৩


ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে ২০ দলীয় জোটের তিনজনকে আটকের দাবি করেছে পুলিশ। আটকরা হলেন বিএনপি কর্মী মো. ফিরোজ মিয়া, মো. মাসুদ ও হাজারীবাগ থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল হক জানান, যুবদলের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন হাজারীবাগের গনকতলী এলাকায় রবিবার রাতে টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার সময় নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, রমনার চল্লিশ ঘর বস্তি এলাকায় রবিবার রাতে টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার সময় ১২ হাজার ৫০০ টাকাসহ মাসুদকে আটক করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় সোমবার ভোরে ভোটারদের বাড়ি গিয়ে ভোট কেনার সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ফিরোজকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়